শনিবার , ডিসেম্বর ২১ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় দূর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

সিংড়ায় দূর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া…….নাটোরের সিংড়ায় দূর্গাপূজায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ হয়েছে। দূর্গাপূজা উপলক্ষে মহানবমীতে ১৬ বছর ধরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন ডাক্তার শান্তনু কুমার সাহা।

১৬ বছরের ধারাবাহিকতায় শনিবার সকাল ৮টায় এ ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়।

প্রায় ৩ হাজার নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ৩ লক্ষাধিক টাকার বিনামূল্যে ঔষধ প্রদান করেন মন্দির কমিটি।

ডাক্তার শান্তনু কুমার সাহা’র তত্বাবধানে মোট ৮ জন এমবিবিএস চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন।

সকাল থেকে পৌর এলাকার নারী, পুরুষ ও শিশুরা এ সেবা গ্রহণ করেন।

আয়োজক ডাক্তার শান্তনু কুমার সাহা জানান, বিগত ১৬ বছর আগে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। প্রতিবছর এ সেবা দিতে চাই। এবার ৩ হাজার নারী, পুরুষ, শিশুকে বিনামূল্যে সেবা প্রদান করা হয়েছে। শারদীয় দূর্গাপূজা একটি সার্বজনীন উৎসব। এ উৎসবকে আরও ছড়িয়ে দিতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাইকে চিকিৎসা দেই। মানুষের সেবা করতে পেরে আমি আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন দত্তপাড়া মন্দির কমিটির সভাপতি বিনোদ কুমার দত্ত, সাধারণ সম্পাদক শঙ্কর চক্রবর্তী প্রমুখ।

চিকিৎসা সেবা প্রদানকারীরা হলেন ডাঃ বর্ণালী তালুকদার, ডাঃ রাজেশ সাহা, ডাঃ সনদ ঘোষ, ডাঃ ফারজানা রহমান দৃষ্টি, ডাঃ শাহজালাল সরকার, ডাঃ শাফওয়ানুর রহমান শান্ত, ডাঃ রিকো।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …