বুধবার , জানুয়ারি ১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় দুর্ঘটনার এক সপ্তাহ পর সিএনজি চালকের মৃত্যু

সিংড়ায় দুর্ঘটনার এক সপ্তাহ পর সিএনজি চালকের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:
এক সপ্তাহ পর নাটোরের সিংড়ায় সিএনজি অটোরিক্সা উল্টে আহত চালক ইদ্রিস প্রামাণিক মারা গেছেন। এলাকাবাসী জানান, গত ২২ মার্চ সিংড়া থানাধীন ইটালী ইউনিয়নের সোনাপাতিল গ্রামের নিজ বাড়ী হতে সিংড়ার উদ্দেশ্যে রওনা হন ইদ্রিস প্রামানিক। সকাল দশটার দিকে ঐ এলাকার ডাকাতগারি নামক স্থানে পৌঁছালে সিএনজির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে বেলা সাড়ে এগারোটার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর আজ ২৮ মার্চ সোমবার সকাল আটটার দিকে তিনি মারা যান। নিহত ইদ্রিস প্রামানিক উপজেলার সোনাপাতিল গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

আরও দেখুন

নন্দীগ্রামে জিডির তদন্তে চা বিক্রেতার নিকট থেকে ঘুষ দাবির অভিযোগ  

নিজস্ব প্রতিবেদক নন্দীগ্রাম ,,,,,,,,,,,,,,, জিডির তদন্তে এসে চা বিক্রেতার নিকট থেকে ১৩ হাজার টাকা ঘুষ …