নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় দুই মুদি দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পণ্যের মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে উপজেলার কুসুম্বি কালিগঞ্জ বাজারে এ জরিমানা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার উপজেলার কুসুম্বি কালিগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেন সিংড়ার এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান। এসময় দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মো. রাসেল ও অরুন সাহা নামের দুই মুদি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০০০ টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান বলেন, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই দোকানিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।