নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় দীর্ঘ ১১ বছর পর পবিত্র মাহে রমজানকে স্বাগত এবং অন্যায়, জুলুম, অশ্লীলতা বন্ধের আহবান জানিয়ে র্যালি ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর জামায়াত।
এর আগে ২০১৪ সালে সর্বশেষ মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি করেছিল জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা কোর্ট মাঠে উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ.ব.ম আমান উল্লাহ’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান, পৌর জামায়াতের আমির প্রভাষক মাওলানা সাদরুল উলা, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, পৌর জামায়াতের সেক্রেটারী মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম, আবু মুসা ফেরদৌস, সেলিম উদ্দিন, লোকমান হোসেন মজনু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা রফিকুল ইসলাম, আলহাজ্ব আলী প্রমুখ।
পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।