সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

সিংড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা


নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় আসিফ (৮) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০ টার দিকে তার গলা কাটা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। আসিফ উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামের ভুলুর পুত্র। সে পাঙ্গাশিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রতিবেশি ও স্থানীয়রা জানায়, আসিফ সন্ধ্যায় বাড়িতে না ফিরলে স্বজনরা খুঁজাখুঁজি শুরু করে। কোথাও না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতেও খবর দেয়া হয়। রাত আনুমানিক ১০ টার দিকে বাড়ি থেকে ৫০০শ গজ অদূরে একটি কচু বাগানে তার গলা কাটা মরদেহ পাওয়া যায়। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে যাওয়া হচ্ছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …