নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
ঈদ উপলক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলায় তৃতীয় পর্যায়ে আশ্রয়ন প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রীর ঘর পেলেন ৩৬০ টি গৃহহীন পরিবার। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত অনলাইনে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুমিহীন ও গৃহহীনদের এই ঘর ও জমি হস্তান্তরের শুভ উদ্বোধন করেন। পরে উপজেলার ৩৬০ টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক জনাব শামিম আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল আমিন সরকার সহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তি।
আরও দেখুন
রাণীনগরে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে ১৫ভরি স্বর্ণের ও
১০০ভরি চান্দির গহনা ছিনতাই নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,, নওগাঁর রাণীনগরে দোকান থেকে বাড়ী ফেরার পথে পথ …