রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

সিংড়ায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক,সিংড়া:
নিজ নির্বাচনী এলাকা নাটোরের সিংড়ায় শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১টায় সিংড়া পৌর শহরের শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে বৃষ্টি উপেক্ষা করে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মো. ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. লুৎফুল হাবিব রুবেল, যুগ্ম সম্পাদক মাওলানা রুহুল আমিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. তরিকুল ইসলাম তপন, শোলাকুড়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন প্রমুখ।

এর আগে বেলা ১১টায় জামিলা ফয়েজ পলিটেকনিক্যাল ইন্সটিটিউটের একাডেমিক ভবন ও দুপুর ১২টায় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করেন প্রতিমন্ত্রী পলক।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …