সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা

সিংড়ায় তিন ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া: নাটোরের সিংড়ায় বাজার তদারকির অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদফতর।

শনিবার (১৮ মে) সকালে সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, শনিবার সকালে সিংড়া উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও ব্যাটালিয়ান টিমের সহযোগিতায় একটি অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৫১ ধারায় উপজেলার ধুলিয়াডাঙ্গা বাজার এলাকায় অবস্থিত মল্লিকা ফার্মেসির স্বত্বাধিকারী মো. রাকিবুল ইসলামকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশে সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই বাজারে অবস্থিত সামাদ ফার্মেসির স্বত্বাধিকারী সাব্বির আহমেদকে ৩৭ ধারায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে ২ হাজার টাকা এবং তারেক স্টোরের স্বত্বাধিকারী তারেককে আমদানিকারকের স্টিকারবিহীন কসমেটিক্স সামগ্রী বিক্রির উদ্দেশে সংরক্ষণ করার অপরাধে ৩৭ ধারায় ১ হাজার টাকাসহ মোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

তিনি আরও জানান, বাজার তদারকি অভিযানে তিন ব্যবসায়ীকে বিভিন্ন সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *