সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় তালগাছের চারা রোপণ 

সিংড়ায় তালগাছের চারা রোপণ 

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়ায় বজ্রপাত রোধে তালগাছের চারা রোপণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার কলম ইউনিয়নে কালিনগর গ্রামীণ সড়কে ৪০০ তালগাছের চারা রোপণ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বজ্রপাত রোধে এ চারা রোপণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন নাটোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদুল হাসান, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ জানান, আমরা উপজেলা কৃষি বিভাগ ৪০০ তালগাছের চারা রোপণ করেছি। তালগাছভুক্ত এলাকার চারপাশ প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত প্রতিরোধে সহনীয় ভূমিকা পালন করবে। তালগাছের চারা বড় হলে রাস্তার সৌন্দর্য্য বর্ধনসহ মানুষের কল্যাণে আসবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …