সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় ডেঙ্গু নিধন কর্মসূচী

সিংড়ায় ডেঙ্গু নিধন কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক সিংড়া……..নাটোরের সিংড়ায় ডেঙ্গু নিধন কর্মসূচী শুরু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে সিংড়া পৌর এলাকার সুবর্ণ সরোবরে এ কর্মসূচীর উদ্বোধন করেন সিংড়া পৌর প্রশাসক ও ইউএনও মাজহারুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ প্রমুখ।

এসময় পৌর প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপ বেশি। প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। মশার উপদ্রব রোধ করার লক্ষে পৌরসভার ১২টি ওয়ার্ডে পর্যায়ক্রমে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া পৌর এলাকার সকল নাগরিকদেরও সচেতন হতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা যাবে না।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …