সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় টয়লেটের ভিতরে পড়ে এক শিশু নিহত

সিংড়ায় টয়লেটের ভিতরে পড়ে এক শিশু নিহত


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় টয়লেটের ভিতরে পড়ে গিয়ে হোসেন নামের আড়াই বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে নিজ বাড়ি উপজেলার তারাপুর গ্ৰামে এই দুর্ঘটনা ঘটে। হোসেন একই এলাকার রানার ছেলে।

নিহত হোসেন এর পরিবারের সদস্যরা জানান, হোসেন সবার অলক্ষ্যে নিজ বাড়ির টয়লেটের ভিতরে ঢুকে। সেখানে সে পা পিছলে প্যানের ভিতরে পড়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকজন জানতে পেরে তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …