মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

সিংড়ায় জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক: 

নাটোরের সিংড়ায় আলোচনা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে উপজেলা ও পৌর যুবদল।

বুধবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।

এসময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সদস্য সচিব এম এ মালেক ও পৌর যুবদলের আহ্বায়ক এড. নাজমুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক এড. মজিবুর রহমান মন্টু।

প্রধান বক্তার বক্তব্য দেন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দিন বাবু। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য আসাদুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম, আঃ মালেক প্রমুখ।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …