রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় জামায়াত নেতাকে গাড়িতে তুলে রক্তাক্ত করে রাস্তায় ফেলে গেলেন দূর্বৃত্তরা

সিংড়ায় জামায়াত নেতাকে গাড়িতে তুলে রক্তাক্ত করে রাস্তায় ফেলে গেলেন দূর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক ,সিংড়া :

নাটোরের সিংড়ায় এক জামায়াত নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে রক্তাক্ত করে রাস্তায় ফেলে গেছেন দূর্বৃত্তরা। আহত জামায়াত নেতার নাম হাফেজ আব্দুর রাজ্জাক। তিনি ছাতারদিঘী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও করচমারিয়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টায় জুম’আর নামাজ শেষে ফেরার পথে উপজেলার কালিগঞ্জ এলাকা থেকে অস্ত্র দেখিয়ে তাকে মাইক্রোবাসে তুলে নেয়া হয়। পরে পার্শ্ববর্তী নন্দীগ্রাম উপজেলার একটি সড়কে চোখবাধা ও রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পথচারীরা।

নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, এমন একটা ঘটনা শুনেছি। বিষয়টির ব্যাপারে খোঁজখবর নিচ্ছে পুলিশ।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …