সোমবার , ফেব্রুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / উত্তরবঙ্গ / সিংড়ায় জামায়াতের পক্ষ থেকে চাদর ও কম্বল বিতরণ

সিংড়ায় জামায়াতের পক্ষ থেকে চাদর ও কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে, আর এই শীত নিবারণে চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অর্ধশতাধিক মানুষদের মাঝে চাদর ও কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে চৌগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র এবং অস্বচ্ছল পরিবারের মাঝে ওইসব চাদর ও কম্বল তুলে দেয় চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি কাহহার সিদ্দিক কামরুল। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সারদুল ইসলাম, অফিস সম্পাদক রফিকুল ইসলাম রাব্বানী, বায়তুলমাল সম্পাদক হেলাল শেখ, চৌগ্রাম ইউনিয়ন যুব বিভাগের সভাপতি এস এম সবুজ সহ আরো অনেকে। চৌগ্রাম ইউনিয়ন জামায়াতের সভাপতি কাহহার সিদ্দিক কামরুল বলেন, এই শীতকালীন সময়ে গরিব মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা আশা করি এই ছোট্ট সহায়তা তাদের শীত নিবারণে কিছুটা হলেও উপকারে আসবে। ভবিষ্যতে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ ধরনের উদ্যোগ সমাজে একতা এবং মানবিক মূল্যবোধকে সুসংহত করবে।

আরও দেখুন

এনএসআই কর্মকর্তার বয়স ১৯! অবশেষে আটক

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রাম,,,,,,,,,,,,,,,,,,মাত্র ১৯ বছর বয়স তার। তাও এখনও ১ মাস বাকী রয়েছে। অথচ ন্যাশনাল …