মঙ্গলবার , ডিসেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

সিংড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের সিংড়ায় মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া পণ্য সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিক্তিতে বুধবার (৫ এপ্রিল ) দুপুর সাড়ে ১২ থেকে দেড়টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নাটোরের সিংড়া উপজেলা সদরে থানা মোড় এলাকায় আদর্শ ফার্মেসী ও বিসমিল্লাহ ভেটরিনারী ঔষুধালয় নামক দুটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অপরাধে আদর্শ ফার্মেসীকে ৪ হাজার টাকা এবং বিসমিল্লাহ ভেটেরেনারী ঔষধালয়কে ১হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। এছাড়া বাজারের বিভিন্ন মুদি দোকান ও ফলের দোকানে বাধ্যতামুলক মুল্য তালিকা দোকানে ঝুলিয়ে রেখে বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সিংড়া থানা পুলিশ এ অ‌ভিযা‌ন প‌রিচালনায় সহয়তা করে।

আরও দেখুন

সভাপতি আব্দুল আলীম,সম্পাদক ফারুক হোসেন

রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  কাউন্সিল অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক রাণীনগর,,,,,,,,,,,,,,,জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের  নওগাঁর রাণীনগর …