শুক্রবার , জানুয়ারি ৩ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিংড়ায় জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে।

শনিবার (৫ই অক্টোবর) বেলা ১১টায় সিংড়া পৌর বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে এবং উপজেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাহমুদুল হাসান মানিক ও পৌর ওলামা দলের সদস্য সচিব মাওলানা জহুরুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তাজপুর ইউপির সাবেক চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফি, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতিকুর রহমান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ওলামা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আঃ ছালাম সরকার, সদস্য আল-আমিন, পৌর ওলামা দলের সাবেক সহ-সভাপতি মাওঃ রায়হান কবির, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, শরিফুল হাসান মৃধা, পৌর বিএনপির সদস্য রেজাউল করিম বাবলু, বিএনপি নেতা মো. ইসাহক আহমেদ, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মিন্টু প্রমুখ।

আরও দেখুন

লালপুরে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর  

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৫টি অবৈধ ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ভাটা …