নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাঁদের আটক করা হয়। এর আগে বুধবার রাতে তাঁদেরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতারা হলেন, সিংড়া পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক সৌরভ হোসেন ও স্কুল বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাফসান।
উল্লেখ্য, বুধবার দুপুর ২টায় গোল-ই আফরোজ সরকারি কলেজের সামনে ডাহিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক নাইম হোসেন ও গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের সহ-ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলামকে কুপিয়ে জখম করে ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাফসানসহ ছাত্রলীগের ৭ থেকে ৮ জন কর্মী।
আহত দুই ছাত্রলীগ নেতা গোল-ই আফরোজ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল এর অনুসারী। তারা অনার্স ২য় বর্ষের শিক্ষার্থী। হামলাকারীরা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রওনক হাসান হারুনের অনুসারী বলে জানা যায়।
আহত ছাত্রলীগ নেতা নাইম হোসেন নাটোর সদর হাসপাতাল ও শফিকুল ইসলাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী জানান, আহত ছাত্রলীগ নেতা নাঈম হোসেন এর পিতা আবদুল মান্নান বাদী হয়ে থানায় একটি মারধর ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেছে। এ মামলায় মেহেদী হাসান রাফসান ও সৌরভ হোসেনকে অটক করা হয়েছে। অন্য আসামীদের আটকে অভিযান চলছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …