সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

সিংড়ায় ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক বিশাল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৩ টায় কোর্ট মাঠ চত্বরে সিংড়া ছাত্রলীগের বিশাল জমায়েত শেষে এই র‌্যালী অনুষ্ঠিত হয়।

সিংড়া পৌরসভা ও উপজেলার ১২টি ইউনিয়ন ছাত্রলীগের শাখাসমূহ এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। আগত ছাত্রলীগ কর্মীদের নিয়ে একটি বিশাল বর্ণাঢ্য র‌্যালী পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারো কোর্ট মাঠে গিয়ে শেষ হয়। বর্ণাঢ্য এই মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি। এছাড়াও এই বর্ণাঢ্য র‌্যালীতে উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রালি শেষে কোর্ট চত্বরে নির্মিত বিশাল মঞ্চের সামনে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রতিমন্ত্রী পলক। এরপর প্রাক্তন ছাত্রলীগ নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …