সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / টপ স্টোরিজ / সিংড়ায় ছাত্রলীগের পুনর্মিলনী আজ

সিংড়ায় ছাত্রলীগের পুনর্মিলনী আজ

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় আজ বিকেল ৩ টায় সিংড়া কোর্টমাঠে উপজেলা ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। ইতোমধ্য সিংড়া কোর্টমাঠ সুসজ্জিত করা হয়েছে। সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। এই প্রথম ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীদের মিলনমেলা আয়োজন করা হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসান ও সাধারন সম্পাদক নাজমুল হক বকুল জানান, পুনর্মিলনী ঘিরে নেতাকর্মীদদের মাঝে উৎসবের আমেজ বইছে।
দুপুর তিনটায় ৫ হাজার নেতাকর্মী অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হবে।
অংশ নিবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

এছাড়া সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব জান্নাতুল ফেরদৌসহ সাবেক ও বর্তমান নেতাকর্মী উপস্থিত থাকবেন।

এ ছাড়া১৫০ জন সাবেক নেতাকর্মীকে সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এদিকে সন্ধ্যায় সাবেক ছাত্রলীগের নেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিককে গণসংবর্ধনা দিবে
উপজেলা ছাত্রলীগ।

জানা যায়, অনুষ্ঠান মালায় রয়েছে সকালে দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ, সকাল ৯ টায় শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ, দুপুর ৩ টায় বর্ণাঢ্য র‍্যালি।

বিকেল ৪ টায় সাবেক ছাত্রনেতাদের সংবর্ধনা প্রদান করা হবে। এরপর স্মরণীকার মোড়ক উন্মোচন করা হবে। পরে অতিথিদের বক্তব্য প্রদান শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও বঙ্গবন্ধুর শত জন্মবার্ষিকী উপলক্ষে ১০০ টি ফানুস উত্তোলন করা হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …