নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে ৬ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব। গতকাল ২৭ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সিংড়া পৌর এলাকার কলেজ পাড়া এলাকা থেকে দুই হাজার আটশত পঞ্চাশ লিটার চোলাইমদসহ তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২ এর একটি অপারেশন দল গত ২৭ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানপরিচালনা করে।
সেখান থেকে দুই হাজার আটশত পঞ্চাশ লিটার চোলাই মদসহ বিহারী লাল(৫০), সুকান্ত (৪০), সুব্রত কুমার দাস(৩৫), গুরুদেব(২৬), নরুন্নবী (৫০) এবং শামীম (৩৮) কে আটক করা হয়। আটককৃতরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রয়সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। পরবর্তীতে উল্লিখিত জব্দকৃত চোলাইমদ ঘটনাস্থলে সাক্ষীদের উপস্থিতিতে নষ্ট করা হয়।
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে ৬ জন মাদক ব্যবসায়ী আটক
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …