সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

সিংড়ায় চোরাই মোটরসাইকেলসহ দুজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সিংড়া থানার ওসি আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌন ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোট কালিকাপুর গ্রামে মৃত আঃ রাজ্জাক প্রাং এর ছেলে মোঃ রাশিদুল ইসলাম (৪২) এর বাড়িতে অভিযান চালিয়ে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে সে মোটরসাইকেলটি উপজেলার দেবত্তর গ্রামের মৃত জেলহক মোল্লার ছেলে মোঃ আরিফুল ইসলাম (২৮) এর নিকট থেকে কম দামে ক্রয় করে বলে জানায়। পরবর্তীতে সিংড়া থানা পুলিশ মোঃ আরিফুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে গাড়ীটি চোরাই বলে স্বীকার করে। অতঃপর সিংড়া থানা পুলিশ রাত আড়াইটায় মোটরসাইকেলটি জব্দ করেন এবং আসামীদের গ্রেপ্তার করেন।

সিংড়া থানার ওসি আবুল কালাম বলেন, একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। মামলার মাধ্যমে দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …