শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় চামারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিস উদ্বোধন

সিংড়ায় চামারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিস উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়ন ছাত্রলীগের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার নতুন এই অফিস উদ্বোধন করেন চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাবেক জিএস মোমিন মন্ডল, সিংড়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ফারুক, দপ্তর সম্পাদক মাসুম রাব্বি, চামারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হক ও সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলুল্লাহ দুলাল।

অনুষ্ঠানে চেয়ারম্যান রশিদুল ইসলাম মৃধা আশা প্রকাশ করে বলেন, ইউনিয়ন ছাত্রলীগ তাদের মূলনীতি ও আদর্শের সাথে তাল মিলিয়ে শিক্ষা শান্তি প্রগতির জন্য কাজ করবে। ছাত্রলীগের যেমন ঐতিহ্য আছে দেশের কাজে দশের কাজে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর, তেমনি চামারী ইউনিয়ন ছাত্রলীগের কর্মীরাও সেই পথ অনুসরণ করবে।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …