নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় চলমান লকডাউনের ৬ ষ্ঠ দিন সকাল থেকে দুপুর পর্যন্ত সরকার ঘোষিত বিধি নিষেধ অমান্য করায় ভ্রাম্যমান আদালত ৪ জনকে ২২ শত টাকা জরিমানা আদায় করেন। উপজেলার বিভিন্ন স্থানে লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান। এছাড়া বিজিবি ও সেনাবাহিনী সদস্যরা লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন।
এ সময় দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারণে বাহিরে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। উপজেলা সদরে দোকানপাট বন্ধ ছিলো। কিছু রিকসা ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেখা যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম জানান, মানুষকে ঘরে রাখার জন্য উপজেলা প্রশাসন সাধ্যমত চেষ্টায় আছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
আরও দেখুন
লালপুরে ট্রাক চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,নাটোরের লালপুরে ট্রাক চাপায় জহুরুল ইসলাম গুপি (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য …