নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডির বিষ্ফোরণে ভুট্টার খৈ ব্যবসায়ী আহত হয়েছে। আহত ব্যবসায়ী উপজেলার পাটকোল গ্রামের ময়েন উদ্দিনের ছেলে মিলন উদ্দিন। আহত মিলনের বাবা ময়েন উদ্দিন জানায় ভুট্টার খৈ ভাজা তার ছেলের নতুন ব্যবসা। শুক্রবার সন্ধায় সিংড়া বাসষ্ট্যান্ড এলাকায় ব্যবসার প্রথম দিনেই ভুট্টা ভাজার সময় হঠাৎ সিলিন্ডার বিষ্ফোরণে ঘটে। এতে তার মুখ মন্ডল ও দুই হাত আগুনে ঝলসে যায়।
আহত মিলনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ এস আলমাছ বলেন- পোড়া ঘায়ের উন্নত চিকিৎসার জন্য তার পরিবারকে রাজশাহী চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও দেখুন
পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!
নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …