নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ছোট স্ত্রীর ওপর অভিমান করে স্বামী উজ্জল হোসেন ও বড় স্ত্রী জলি খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উপজেলার পুটিমারী গ্রামে। গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জল হোসেন (২৮) প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকা সত্বেও বছর খানেক আগে লিপি নামে আরেকটি মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন।
বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া কলহ লেগেই থাকতো। সোমবার রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সাথে উজ্জলের ঝগড়া কলহের এক পর্যায়ে বড় স্ত্রী জলি খাতুন ও উজ্জল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাস ট্যাবলেট খায়। বাড়ির লোকজন জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়। সিংড়া থানার ওসি নুর-এ- আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে অসহায় শীতার্ত মানুষের মাঝে আনসার-ভিডিপির কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জে,,,,,,,,,,,,,, দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় মানুষের শীতের কষ্ট লাঘবের উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ …