নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় খালের পানিতে গোসল করতে গিয়ে নাফিউল ইসলাম নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নাফিউল ইসলাম উপজেলার ইন্দ্রাসন গ্ৰামের-নাজমুল হাসান নাহিদের ছেলে।
এলাকাবাসী জানায়, আজ ১৭ সেপ্টেম্বর শুক্রবার সকালে সিংড়া থানার ৩ নং ইটালী ইউনিয়নের ইন্দ্রাসন গ্রামের নাফিউল ইসলাম বাড়ির পাশে খালে গোসল করতে যায়। গোসল করার এক পর্যায়ে সে নিখোঁজ হয়। নাফিউলের আত্মীয়-স্বজন ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর আনুমানিক সকাল ১০টার দিকে বাড়ির পাশের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন তারা।
উল্লেখ্য, নাফিউল ইসলাম সাঁতার জানত না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও দেখুন
নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …