নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় গাছের গুড়ির সাথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে চালক। বৃহস্পতিবার (২রা সেপ্টেম্বর) দুপুর দেড়টায় পৌরসভার উত্তর দমদমা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালকের নাম বায়েজিদ হোসেন (২৫)। সে উপজেলার জয়নগর গ্রামের মৃত ফরহাদ হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বায়েজিদ হোসেন মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী বহন করে। বৃহস্পতিবার দুপুরে সিংড়া থেকে একজন যাত্রী নিয়ে তাজপুরের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর দেড়টার দিকে উত্তর দমদমা পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা গাছের গুড়ির উপর পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মোটরসাইকেলে থাকা যাত্রী অক্ষত রয়েছে। সিংড়া থানার ওসি নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন।
আরও দেখুন
নাটোরে আন্তঃ ক্যাডার বৈষম্য নিদর্শন এর দাবিতে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক,,,,,,,,,,,,বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫ টি ক্যাডারের (বিসিএস প্রশাসন ক্যাডার বাদে) সমন্বয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য …