নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় গাঁজাসহ পাষাণ শেখ (৫০) এবং কাঞ্চন দাস (৩২) নামের দুইজনকে র্যাব। গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটার দিকে উপজেলার নিঙ্গইন এলাকা থেকে তাদের ২ কেজি ২০০ গ্রাম গাঁজার সহ আটক করা হয়। নাটোর র্যাব সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ্যাবের একটি বিশেষ অপারেশন দল গতকাল ৫ সেপ্টেম্বর সোমবার বিকেল চারটার দিকে উপজেলার নিঙ্গইন এলাকায় অভিযান পরিচালনা করে।
সেখান থেকে ২ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ পাষাণ এবং কাঞ্চনকে আটক করা হয়। পাষাণ শেখ উপজেলার উত্তর দমদমা এলাকার মৃত হোসেন আলী শেখ এর ছেলে এবং কাঞ্চন চন্দ্র দাস উপজেলার চাড়াজয়নগর এলাকার কালন চন্দ্র দাসের ছেলে। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জব্দকৃত আলামত গাঁজা বিভিন্ন এলাকা হতে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে।
র্যাব আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ আইন-শৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে মাদক ক্রয় বিক্রয় করেআসছে। এই ঘটনায় সিংড়া থানায় মামলা রুজু করা হয়েছে।
আরও দেখুন
চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …