রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় গাঁজাসহ একজন গ্রেপ্তার

সিংড়ায় গাঁজাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,সিংড়া :
নাটোরের সিংড়ায় গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ছোট চৌগ্রাম এলাকা থেকে মো. মুনছুর প্রাং (৪২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে ছোট চৌগ্রাম এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সিংড়া থানার ওসি মো. আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার ছোট চৌগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে সিংড়া থানা পুলিশ। এসময় বাজারের পশ্চিম পাশে একটি রাস্তা থেকে কালো পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তারকৃত মুনছুর প্রাং এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক) এর ধারায় মামলা করে পুলিশ।

সিংড়া থানার ওসি মো. আবুল কালাম বলেন, গতরাতে একজনকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হলে মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …