রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় গাঁজাসহ আটক- ২

সিংড়ায় গাঁজাসহ আটক- ২

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় গাঁজাসহ নুর মোহাম্মদ শেখ (২৯) ও শহিদুল ইসলাম শেখ (৫৭) নামের দুই জনকে আটক করেছে র‌্যাব। আজ ১৫ এপ্রিল শুক্রবার রাত একটার দিকে উপজেলার নতুনপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে এক কেজি নয়শ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক নুর মোহাম্মদ শেখ উপজেলার ঠাকুরবাড়ীয়া (সুইচগেট) এলাকার মৃত হাসান শেখের ছেলে এবং শহিদুল ইসলাম শেখ নীল চড়া (পুর্বপাড়া) এলাকার মৃত কোরবান আলীর ছেলে।

নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ মাদকবিরোধী অপারেশন দল ১৫ এপ্রিল রাত একটার দিকে উপজেলার নতুন পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় গাঁজা সংরক্ষণ এবং বিক্রয় কালে নুর মোহাম্মদ শেখ ও শহিদুল ইসলাম শেখকে এক কেজি নয়শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই গাঁজা বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।পরে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব আরো জানায়, তারা দুই জনই পেশাদার মাদক ব্যবসায়ী।

আরও দেখুন

বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …