নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় গরুবাহী নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জয়নাল নামে এক যুবক নিহত হয়েছেন। নাটোর জেলার সিংড়া উপজেলার ৩নং ইটালী ইউনিয়নের রানীপুকুর বাজার নামক স্থানে মঙ্গলবার সকাল ১০.১৫ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়নাল পিতা অজ্ঞাত সে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার কদম শহর এলাকার বাসিন্দা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর থেকে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামক স্থানে গরু বিক্রয়ের জন্য যাওয়ার পথে রানীপুকুর নামক স্থানে বামিহাল থেকে সিংড়া মুখী মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়, পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,লাশটি পুলিশের হেফাজতে আছে, নিহতের পরিবারকে জানানো হয়েছে, তার পরিবার আসার পরে বিস্তারিত জানানো হবে।
আরও দেখুন
বাড়ির উঠানে ৪ কেজি ওজনের গাঁজারগাছ-গ্রেপ্তার ১
নিজস্ব প্রতিবেদক সিংড়া,,,,,,,,,,,,নাটোরের সিংড়া পৌরসভার বালুয়াবাসুয়া মোল্লা পাড়া এলাকায় ১০ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার …