সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় গরু চুরি করে পালানোর সময় ৪ চোর আটক

সিংড়ায় গরু চুরি করে পালানোর সময় ৪ চোর আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ২টি গরুসহ চার চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। বুধবার (১২ জুলাই) সকালে উপজেলার শালমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. নুরুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩৩), বগুড়া সদর উপজেলার ফেরদৌস প্রামাণিকের ছেলে মো. আকাশ (২৫) একই উপজেলার মৃত সন্তোষ প্রামাণিকের ছেলে মো. ইনসান প্রামাণিক (৩০) ও পিকআপ চালক কুষ্টিয়ার মিরপুর উপজেলার জামাল হোসেনের ছেলে মো. বেলায়েত হোসেন (৩২)।

জানা যায়, বুধবার রাতে একটি পিকআপে ২টি গরু চুরি করে পালানোর সময় বগুড়ার শেরপুর থানা পুলিশ গরু চোর চক্রের চার সদস্যকে ধাওয়া করে। পরে তারা রানীরহাট-জামতলী সড়কের বিনগ্রাম বাজারে এসে গরু বোঝাই পিকআপ ফেলে পালিয়ে যায়। স্থানীয় জনগণ বিষয়টি টের পেয়ে তাদের ধাওয়া করে সকালে ইটালী ইউনিয়নের শালমারা এলাকা থেকে আটক করে গণধোলাই দিয়ে সিংড়া থানা পুলিশের কাছে তুলে দেয়। এ ঘটনায় বুধবার দুপুরে মামলা হলে তাদের আদালতে পাঠানো হয়।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ২টি গরুসহ চার চোরকে আটক করে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। তারা পেশাদার চোর, বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …