রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় গদাই নদীর উপর অবৈধ বাঁধ অপসারণ

সিংড়ায় গদাই নদীর উপর অবৈধ বাঁধ অপসারণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় গদাই নদীর উপর অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার হা- মীম তাবাসসুম প্রভার উপস্থিতিতে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা এলাকায় বাঁধ অপসারণ করা হয়। এর আগে উপজেলা ভুমি অফিসের কানুনগো বাদী হয়ে নওফেল উদ্দিন চৌধুরী, মেহেদী ও মামুনকে আসামী করে ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ২০২৩ এর ১২ ধারায় একটি মামলা দায়ের করে।

এসময় সহকারী কমিশনার ভ‚মি বোরহান উদ্দিন মিঠু, হাতিয়ান্দহ ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা রিয়াজুল ইসলাম, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি এসএম রাজু আহমেদ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সম্প্রতি লালোর বিলে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বিক্রি করার নিমিত্তে গদাই নদীর উপর বাঁধ নির্মান করে। বিষয়টি জানার পর উপজেলা প্রশাসন অভিযান করে পুকুর খনন বন্ধ করে দেয় এবং নিয়মিত মামলা পরিচালনা করা হয়।

আরও দেখুন

লালপুরে কুরেছান বেগমের ইন্তেকাল 

নিজস্ব প্রতিবেদক লালপুর,,,,,,,,,,,,,,দৈনিক যুগান্তর পত্রিকার নাটোরের লালপুর প্রতিনিধি ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা কমিটির সদস্য সাহীন …