নিজস্ব প্রতিবেদক:
আগামী ১লা অক্টোবর নাটোরের সিংড়া পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন পৌর আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী ডালিম আহমেদ ডন। ডালিম আহমেদ ডন এক সপ্তাহ আগে প্রায় তিন শতাধিক মোটরসাইকেল শোডাউন দিয়ে প্রচারণা শুরু করেন। এরপর থেকে প্রতিদিনই সকাল সন্ধায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে দেখা করে দোয়া ও সমর্থনে গণসংযোগ করছেন তিনি। গুরুত্বপুর্ণ বাজারের ব্যবসায়ীদের সাথে করছেন সালাম ও কুশল বিনিময়। এছাড়া পৌর শহরের আনাচে কানাচে শোভা পাচ্ছে সভাপতি প্রার্থী ডন এর দোয়া কামনা সম্বলিত টানানো পোষ্টার।
ডালিম আহমেদ ডন বলেন, ছোটবেলা থেকেই বঙ্গবন্ধুর একজন সৈনিক হিসেবে দলের জন্য কাজ করে আসছি। পৌর আওয়ামী লীগে দায়িত্ব পেলে নিষ্ঠার সাথে কাজ করবো ইনশাআল্লাহ।
আরও দেখুন
বাগাতিপাড়ায় আগুনে পোড়া তিন পরিবার পেল সহায়তা
নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে …