সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আনন্দ শোভাযাত্রা 

সিংড়ায় খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির আনন্দ শোভাযাত্রা 

নিজস্ব প্রতিবেদক: 

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করেছে নাটোরের সিংড়া উপজেলা ও পৌর বিএনপি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে একটি আনন্দ শোভাযাত্রা নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় টার্মিনালে সমাবেশ হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব দাউদার মাহমুদ। 

এছাড়াও বক্তব্য দেন পৌর বিএনপির সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর বাবুল হাসান বাবু, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নঈমুউদ্দিন মন্টু,

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি কায়ছার হায়দার হেলাল, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, সদস্য সচিব আমিনুল হক প্রমুখ। 

এসময় খালেদা জিয়ার সুস্থতা ও কোটা সংস্কার আন্দোলনে শহীদ সকল ছাত্র-জনতার রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …