বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন জান্নাতুল ফেরদৌস

সিংড়ায় খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন জান্নাতুল ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া পৌরসভায় খাদ্য সহায়তা অব্যাহত রেখেছেন মেয়র জান্নাতুল ফেরদৌস। শনিবার সকালে সিংড়া পৌরসভার ২০০ টি পরিবারকে মানবিক সহায়তা করেন তিনি। সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক জান্নাতুল ফেরদৌস প্রতিদিনই তিনি বাড়ি বাড়ি গিয়ে দিনে এবং রাতে সুবিধা বঞ্চিত দুস্থ অসহায় পরিবারের মাঝে খাদ্য বিতরণ করে যাচ্ছেন।

এ পর্যন্ত ৪০ লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী তিনি বিতরণ করেছেন। জান্নাতুল ফেরদৌস জানান যারা এই সময়ে পৌর ত্রাণ তহবিলে এই বিপুল পরিমাণ অর্থ যোগান দিয়ে যাচ্ছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। তিনি আরো জানান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপির পরামর্শে তিনি সব সময় জনগণের পাশে থাকবেন।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …