নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,নাটোরের সিংড়ায় ১৪৭ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর মাঝে ৫ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা শিক্ষাবৃত্তি ও ২৬ জন শিক্ষার্থীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্রগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ছাত্র-ছাত্রীদের মাঝে ২০২৩-২৪ অর্থ বছরের শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রব্বানী সরদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি নোমান ফয়সাল জিহাদ, আব্দুল মমিন, নিস্তাক আহমেদ বিলÍু প্রমূখ।
‘অপারেশন ডেভিল হান্ট’ সিংড়ায় সাবেক যুবলীগ নেতা গ্রেপ্তার
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় “অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মো. কাজল প্রাং (৪০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বিকেলে পৌর শহরের বালুভরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
কাজল পৌরসভার ৬নং ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর শহরের বালুভরা মহল্লার আব্দুল কাইয়ুমের ছেলে।
সিংড়া থানার ওসি আসমাউল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় উপজেলার রাখালগাছা বাজারে বিএনপি প্রার্থী দাউদার মাহমুদের গণসংযোগে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে গত বছরের ৫ সেপ্টেম্বর মামলা করেন তাজপুর ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৪ নেতাকর্মীকে আসামী করা হয়।