শুক্রবার , নভেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ

সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ উপকরণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু বিতরণে উপকারভোগীদের নাম তালিকাভুক্তি বাবদ ৫০০ থেকে ১ হাজার টাকা নেয়ার অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী অফিসার হা-মীম তাবাসসুম প্রভার নিকট আদিবাসী স¤প্রদায়ের মানুষ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, সমতল ভ‚মির ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণী সম্পদ উপকরণ হিসেবে সরকার বিভিন্ন উপকরন প্রদান করে। তারই ধারাবাহিকতায় নাটোরের সিংড়া উপজেলার আদিবাসীদের মাঝে গরু, ছাগল, হাঁস, মুরগী বিতরন করে।

অভিযোগ উঠেছে ঐ প্রকল্পে নাম তালিকাভুক্ত করার জন্য রামানন্দ খাজুরা ইউনিয়ন এর পাঁচপাকিয়া গ্রামের রঘুনাথ ক্ষুদ্র নৃগোষ্ঠী স¤প্রদায়ের বিভিন্ন লোকজনের কাছ থেকে ৫০০ থেকে ১০০০ টাকা হাতিয়ে নেয়।অভিযুক্ত রঘুনাথ তার উপর অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মহল তার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছে। কারো কাছ থেকে কোনো অর্থ নেয়া হয়নি।


উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এএসএম ইফতেরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেয়া হবে।

আরও দেখুন

নাটোরের সকল এমপিদের গ্রেপ্তারের দাবি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের

নিজস্ব প্রতিবেদক,,,,,,,, সাম্য ও মানবিক দেশ বিনির্মাণে দিকনির্দেশনামূলক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক …