সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের সদস্যদের আর্থিক চেক বিতরণ

সিংড়ায় ক্ষতিগ্রস্ত ৬ টি পরিবারের সদস্যদের আর্থিক চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
সিংড়ায় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে উপজেলা প্রশাসনের আয়োজনে সড়ক দুর্ঘটনায় ১জন, বিদ্যুৎস্পৃষ্টে ২ জন এবং পানিতে ডুবে ৩ জন সহ নিহত ৬ টি পরিবারকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

বুধবার সকাল ১১ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রত্যক পরিবারকে ২০ হাজার টাকার চেক তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আশরাফুল ইসলাম। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুষান্ত কুমার মাহাতো।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির পক্ষ হতে প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …