রবিবার , নভেম্বর ২৪ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: সিংড়া (নাটোর)
নাটোরের সিংড়ায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে প্লে-কার্ড হাতে নিয়ে উপজেলা কোর্টমাঠে অবস্থান নেয় তারা।

সকাল ১০টায় উপজেলা কোর্টমাঠে সমবেত হয়ে পুলিশের বাঁধা অতিক্রম করে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ করেন। এতে অংশ নেন সিংড়া উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছি। আমাদের আন্দোলন সরকার বিরোধী নয়, আমাদের আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন। আমাদের ৬ জন ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে। আমরা এ হত্যার বিচার চাই।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা বিক্ষোভকারী শিক্ষার্থীদেরকে কলেজ ক্যাম্পাসে ফিরে যেতে অনুরোধ করলে তারা সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করে চলে যায়।

আরও দেখুন

নাটোরে স্ত্রীর সামনে স্বামীকে মারধর ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক বড়াইগ্রামে,,,,,,,,,,নাটোরের বড়াইগ্রামে এক স্বামীকে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে …