শনিবার , নভেম্বর ১৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় কৃষি ল্যাবের উদ্বোধন

সিংড়ায় কৃষি ল্যাবের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:
কৃষিকে আধুনিকায়ন ও র্স্মাট করার লক্ষ্যে নাটোরের সিংড়ায় উপজেলা কৃষি অধিদপ্তরের তত্বাবধায়নে কৃষি ল্যাবের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকাল ৩ টায় কৃষি ভবনের কক্ষে এ ল্যাব স্থাপনের উদ্বোধন করেন কৃষক মোঃ সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ খন্দকার ফরিদ, কৃষি সম্প্রসারণ অফিসার মাহামুদুল হাসান, আবু রায়হান ও সিংড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি এস.এম রাজু আহমেদ, কৃষক মোঃ মিজানুর রহমান সহ কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, এ ল্যাবের মাধ্যমে মাটি, বীজ,সার সহ ফসলের রোগ বালাই পরীক্ষা করা যাবে এবং সেই অনুয়ায়ী কৃষকদের সঠিক পরর্মাশ দেওয়া যাবে। এ ছাড়া মাটি পরীক্ষার মাধ্যমে কোন জমিতে কোন ফসল উৎপাদন করা যাবে কৃষকদের সে বিষয়ে দিকনির্শেনা দেওয়া যাবে। আশা করি ক্ষুদ্র পরিসরে হলেও এ ল্যাবের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও র্স্মাট কৃষি সেবা দিতে পারবো।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জে ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ ………..চাঁপাইনবাবগঞ্জে রক্তদান সামাজিক সেবামূলক সংগঠন ‘রক্তের খোঁজে আমরা’র ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার …