বৃহস্পতিবার , ডিসেম্বর ২৬ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:

নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় এক ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এ জরিমানা আদায় করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংখ্যা বেড়ে গেছে। উপজেলা জুড়েই চলছে অবৈধভাবে পুকুর খনন। মাঝেমধ্যে প্রশাসনের অভিযান চললেও রাতের আঁধারে চলে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গুটিয়া বিলে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে মো. বদিউজ্জামান (৪৮) নামের এক ভেকু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এসিল্যান্ড।

সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

সিংড়ায় আগ্রহ বাড়ছে বস্তায় আদা চাষের

নিজস্ব প্রতিবেদক সিংড়ায় ,,,,,,,,,,,কম খরচে বেশি আয়ের আশায় পতিত জমিতে আদা চাষ শুরু করেছেন নাটোরের …