সোমবার , জানুয়ারি ৬ ২০২৫
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় কৃষক পরিবারকে উচ্ছেদ করার অপচেষ্টা

সিংড়ায় কৃষক পরিবারকে উচ্ছেদ করার অপচেষ্টা

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
নাটোরের সিংড়ায় ছাতারদিঘী ইউনিয়ন এর মির্জাপুর গ্রামে কৃষক শহিদুল ইসলামের পরিবারকে বসত ভিটা থেকে উচ্ছেদ করতে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালীরা। দীর্ঘদিন থেকে কৃষক শহিদুল কে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য ষড়যন্ত্র চালিয়ে আসছিলো। এরই ধারাবাহিকতায় সম্প্রতি ঐ পরিবারের উপর হামলা ও নির্যাতন করা হয়। আহত হয়ে ৪ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ৯ মাসের গর্ভবতী সবিতার পেটে আঘাত করা হয়। এতে তাঁর গর্ভের সন্তান নষ্ট হবার পথে।

রবিবার সিংড়া মডেল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কৃষক শহিদুল ইসলাম এর ছেলে আরিফ দাবি করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৬ নভেম্বর মান্নাফ, মেহেদী, আলহাজ্ব, রকিম এর নেতৃত্বে ১২/১৫ জন সংঘবদ্ধ বেআইনি অস্ত্র সজ্জিত হয়ে শহিদুলের বাড়িতে হামলা করে। এসময় কৃষক শহিদুলের উপর্যুপরি মেরে দু পা ভেঙ্গে ফেলে, শহিদুল এর ছেলে আরিফ, তাঁর স্ত্রী জেসমিন, আরিফের বোন সবিতা কে মেরে রক্তাক্ত করে ফেলে। তাদের কে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে সিংড়া থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন শহিদুল ইসলামের পুত্র আরিফ। কিন্তু এজাহার দায়ের হলেও মামলা রেকর্ড করেনি পুলিশ। শহিদুল এর স্ত্রী আন্জুয়ারা বেগম জানান, পুর্ব পুরুষ থেকে আমরা বসবাস করে আসছি। কিন্তু আসামীরা আমাদের ভিটা মাটি থেকে উচ্ছেদ করার জন্য এর আগে আমাকে মারপিট করে, খরের পালায় আগুন দেয়। বাড়ির মিটার কেটে দেয়, এভাবে আমাদের পরিবারের উপর নির্যাতন করা হচ্ছে। আমার স্বামী বাড়িতে মৃত্যু শয্যায়, আমরা কোনো ন্যায় বিচার পাইনি। তিনি আরো বলেন, আমার মেয়ে ৯ মাসের গর্ভবতী। আমার মেয়ের পেটে আঘাত করায় তাঁর বাচ্চা নষ্ট হয়ে যাবার পথে। সিংড়া থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে ২ টি অভিযোগ পেয়েছি। তদন্ত করা হচ্ছে।

আরও দেখুন

ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে কম্বল বিতরণ সরকারি সহায়তায়

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, উপজেলায় ৩৯৮৪ টি কম্বল বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। রবিবার …