রবিবার , সেপ্টেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / সিংড়ায় কৃষককে গাছে বেঁধে মারপিটের ঘটনায় ইউপি সদস্য মখলেছুর রহমান আটক

সিংড়ায় কৃষককে গাছে বেঁধে মারপিটের ঘটনায় ইউপি সদস্য মখলেছুর রহমান আটক

নিজস্ব প্রতিবেদক, সিংড়া:
সিংড়ায় কৃষক বেলায়েত (৬০)কে গাছে বেঁধে মারপিটের ঘটনায় ইউপি সদস্য মখলেছুর রহমানকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। গতকাল ২২ আগস্ট রবিবার উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নুরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান ওই কৃষককে মারধরের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করেন নির্যাতিত কৃষক বেলায়েত হোসেন তারই অভিযোগের সূত্র ধরে ইউপি সদস্য মসিউর রহমানকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গতকাল রবিবার সকালে নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে গরু দিয়ে ফসল খাওয়ানোর অভিযোগে বৃদ্ধ কৃষক বেলায়েত (৬০) কে গাছের সাথে বেঁধে রাখে এবং অপর কৃষক শাহাদত (৭০) কে লাঠি দিয়ে বেধরক পেটায় ইউপি সদস্য মোখলেছুর রহমান। এসময় ইউপি সদস্য ও তাঁর লোকজন ১১ টি গরু বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে ঐ দুজন কৃষক উপস্থিত হলে দুজনকে ছেড়ে দিতে বাধ্য হয়।

আরও দেখুন

নাটোরে ধর্ষণ চেষ্টায় ১ জনের আটকাদেশ

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর থানার লক্ষিপুর খোলাবাড়িয়া এলাকায় শিশু(০৭) কে ধর্ষন চেষ্টায় আব্দুর রহমান(১৭)কে ১০ …