রবিবার , ডিসেম্বর ২২ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

সিংড়ায় কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

নাটোরের সিংড়ায় পুকুরের পাড় থেকে ৩০ কেজি ওজনের কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করেছে স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার ইটালী ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর পাড় থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, ইটালী ইউনিয়ন পরিষদের পাশের একটি পুকুর পাড়ে মূর্তির কিছু অংশ দেখতে পায় স্থানীয়রা। পরে তারা ইটালী বাজারে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আকবর আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় আনে। প্রক্রিয়া শেষে মূর্তিটি আদালতে পাঠানো হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …