শনিবার , ডিসেম্বর ২৮ ২০২৪
নীড় পাতা / শিরোনাম / সিংড়ায় কলেজ ছাত্রীর শাশুড়ীর সাথে কলেজ সহকারীর পরকীয়ার অভিযোগ

সিংড়ায় কলেজ ছাত্রীর শাশুড়ীর সাথে কলেজ সহকারীর পরকীয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ার চামারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দুই অফিস সহকারীকে বরখাস্ত। উপজেলার চামারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক অফিস সহকারী আব্দুল খালেকের বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ উঠেছে। তিনি ওই ছাত্রীর শাশুড়ি একই কলেজের এক অফিস সহকারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত বলে তথ্য ফাঁস হয়েছে। এ ঘটনায় আটক অফিস সহকারী আব্দুল খালেক ও ওই নারী অফিস সহকারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চামারী ডিগ্রি কলেজের গভর্নিংবডির সভাপতি এমএম সামিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, গত বুধবারে অফিস সহকারী আব্দুল খালেকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনে চিৎকার চ্যাঁচামেচি শুরু করেন একাদশ শ্রেণির এক ছাত্রী। পরে ৯৯৯ নম্বরে ফোন করা হলে অফিস সহকারী আব্দুল খালেককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে জানা যায়, ওই ছাত্রীর শাশুড়ির সঙ্গে পরকীয়ায় লিপ্ত আব্দুল খালেক।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …