শুক্রবার , এপ্রিল ১১ ২০২৫
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত ৬ পরিবার লকডাউন

সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ফেরত ৬ পরিবার লকডাউন

নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়ায় করোনা উপসর্গ নিয়ে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আসা ৬টি পরিবারকে স্থানীয়ভাবে লকডাউন করে রাখা হয়েছে। তাদের নমুনা সংগ্রহে মেডিকেল টিম পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। ঢাকা ও নারায়নগঞ্জে গার্মেন্টস ও রিকশা চালানোর কাজে নিয়োজিত ৬ ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে উপজেলার চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নের মহিষমারি, বাহাদুরপুর ও নারায়নপুরে নিজ নিজ গ্রামে ফিরে আসে। আসার পরই ইউনিয়ন পরিষদ থেকে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হলে আজ তাদের বাড়ির চারিদিকে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়া হয়। ওই ৬ পরিবারে অন্তত ২১ জন সদস্য রয়েছে বলে জানান চামারী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম।

আরও দেখুন

৫২ বছর বয়সে এসএসসি পরীক্ষা দিচ্ছেন দুলু

নিজস্ব প্রতিবেদক বাগাতিপাড়া,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, বাগাতিপাড়ায় ৫২ বছর বয়সে এবারের চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ইউপি সদস্য …