নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
আমিন নামের এক ব্যক্তি ঢাকার একটি গার্মেন্টসে কাজ করতেন। চারদিন আগে পালিয়ে নাটোরের সিংড়া উপজেলার হুলহুলিয়া গ্রামে বাসায় আসেন। ঢাকা থেকে তার বন্ধুবান্ধব ফোনে তার পরিবারকে জানান, আমিন করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি গ্রামের লোকের মধ্যে জানাজানি হলে গ্রামের লোকজন তাকে ঘরে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জানানো হয়। হুলহুলিয়া ‘গ্রাম পরিষদ’ চেয়ারম্যান আল তৌফিক পরশ জানান, চারদিন আগে আমিন উদ্দিন (২২ )করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে পালিয়ে গ্রামের বাড়ি হুলহুলিয়ায় আসে। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে জানানো হলে তাদের কাছে করোনা টেস্ট করার মেশিন না থাকায় আমিনকে রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
পরে তার পরিবারের সদস্যরা শনিবার তাকে রাজশাহীতে নিয়ে গেছেন। তিনি বলেন, তার পিতা মমতাজ উদ্দিন প্রাং। গ্রামের লোকের সু-রক্ষার কথা ভেবে তাকে রাজমাহী থেকে টেস্ট করে আসতে বলা হয়েছে।
আরও দেখুন
সিংড়ায় যৌথবাহিনীর ব্যাপক তল্লাশি
নিজস্ব প্রতিবেদক,,,,,,, সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এসময় তাদের মোটরসাইকেল, প্রাইভেটকার, কাভার্ড …