নিজস্ব প্রতিবেদক, সিংড়াঃ
নাটোরের সিংড়া চলনবিল এলাকায় কম্বাইন্ড হারভেস্টারের মাধ্যমে ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এসিআই কোম্পানীর এ মেশিন ঘন্টায় তিন বিঘা ধান কাটতে সক্ষম। রবিবার চলনবিলের জলারবাতা- বড়িয়া এলাকায় ধান কাটা ও মাড়াই উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদসহ আরো অনেকে।
উপজেলা কৃষি অফিসার বলেন, সিংড়া উপজেলার ৬ টি ইউনিয়নে ৫০% ভর্তুকিতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দেয়া হয়েছে। এ মেশিন দিয়ে ভাড়ায় ব্যবহৃত হবে। বিঘা প্রতি ২ হাজার টাকায় ধান কাটা ও মাড়াই কাজ করছে। অন্তত কৃষকদের শ্রমিক সংকট মোকাবিলায় হারভেস্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি জানান।
আরও দেখুন
সিংড়ায় কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিবেদক সিংড়া ,,,,,,,,,,,নাটোরের সিংড়া উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে …