সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / সিংড়ায় ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

সিংড়ায় ওয়ার্ড আ.লীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সিংড়া
নাটোরের সিংড়ায় বৃহস্পতিবার উপজেলার শেরকোল ইউপির নয়টি ওয়ার্ডে আওয়ামীলীগের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল।

সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন ওয়ার্ড আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা মিছিল নিয়ে শেরকোল ইউনিয়ন পরিষদে আসতে শূরু করে। বেলা ১১টার পর ওয়ার্ড কমিটির কার্যক্রম শুরু হয়। শেরকোল ইউপির নয়টি ওয়ার্ডের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকেরা হলেন,১নং ওয়ার্ড সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক বুলেট হোসেন ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক রনজু আহমেদ,৩নং ওয়ার্ড সভাপতি রঞ্জন কুমার পাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ৫নং ওয়ার্ড সভাপতি আব্বাস আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি আলাল প্রামানিক, সাধারণ সম্পাদক কবির হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি বাণিজ সরদার, সাধারণ সম্পাদক আক্কাস আলী, ৮নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল করিম ৯নং ওয়ার্ড সভাপতি ইসলাম আলী ও সাধারণ সম্পাদক জেলহক প্রমানিক।

উক্ত কাউন্সিল অধিবেশনে সভাপত্বি করেন শেরকোল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হয়রত আলী। আগামী ১০অক্টোবর শেরকোল ইউনিয়ন আ.লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …